#akashdas15/11/2024/02:19AM 🎤🎶🎸 ভবে আসিলাম বটে সারাজীবন দুঃখ পেয়ে গেলাম শধুই যে তবে দিয়েছে দুঃখ শুধুই যে মোরে রেখেছি গেঁথে যত্নেতে বুকের ও ভেতরে বুকের ও ভেতরে আছি বেঁচে যতোদিন কনোদিনও যাবেনা ছিড়ে তা যেনো ততদিন ও আপন মানুষ মানুষ রে তোরে বিশ্বাস করা বড়ো দায় রে আপন মানুষ দিলে ব্যাথা বুকে লাগে বড়ো যে ব্যাথা সে ব্যাথা যায়না কখনো দূর হয়ে রয়ে যায় শুধু অন্তরেতে গেঁথে ওরে আপন মানুষ মানুষ রে তোরে বিশ্বাস করা বড়োই দায় রে আপন মানুষ দিয়ে দেয় যদি ভেঙ্গে মন থাকেনা সে মনে আর ভালোবাসার বন্ধনের বাধন হয়ে যায় শুধু পাথরেরও মন ওরে মন মন রে দুঃখ পেয়েও তবুও কেনো তোর হয় রে প্রিয়ার প্রতি ভালোবাসার টান ছলনাময়ী প্রিয়া যদি পারে করতে তোরই সাথে ছলনা ছলনাময়ী প্রিয়াকে ভুলে যেতে ওরে মন তুই কেনো পারিস না ওরে আমার মন মন রে কেনো রে তুই অমন রে কেনো রে তুই অমন রে
Comments
Post a Comment